![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpakistan-20210401164551.jpg)
টানাটানির মধ্যেই পাকিস্তানের হাসপাতাল থেকে শত শত ভ্যাকসিন ‘গায়েব’
পাকিস্তানে গত কয়েকদিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। বৈশ্বিক এই মহামারি প্রতিরোধে যথেষ্ট ভ্যাকসিনও সংগ্রহ করতে পারেনি তারা। এর মধ্যেই দেশটির হাসপাতাল থেকে শত শত ডোজ ভ্যাকসিন ‘গায়েব’ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুসারে, লাহোর সার্ভিস হাসপাতালে পাঠানো ৫৫০টি ডোজের কোনও হদিশ পাচ্ছে না কর্তৃপক্ষ।