কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রানীর স্বামীর প্রাক-মৃত্যু অবিচুয়ারি

দেশ রূপান্তর আন্দালিব রাশদী প্রকাশিত: ০১ এপ্রিল ২০২১, ১২:২৭

যে পুরুষের গুরুত্ব তার স্ত্রীর চেয়ে অনেক কম পুরুষশাসিত সমাজে অপদার্থ হিসেবে তার উপেক্ষিতই থাকার কথা। উপন্যাসের চরিত্র হিসেবে এ ধরনের পুরুষ আমার পছন্দের। প্রভাবিত হয়ে পড়তে পারি এ আশঙ্কায় এ ধরনের পুরুষ আমিও এড়িয়ে চলি। কিন্তু ব্যতিক্রম তো থাকতেই হবে। বহু বছর তার দিকে করুণার চোখে তাকিয়ে থাকার পর এবং এমনকি ১৯৯৩ সালে বিলেতবাসকালে খানিকটা দূর থেকে একবার বাস্তবের মানুষটির দিকে করুণাবর্ষণ করার পর যখন জানলাম ‘ডন্টোপেডালজি’ শব্দের জনক তিনিই, অন্য কেউ নন, আমার করুণা হঠাৎ কৌতূহলে পরিণত হলো। তিনি যদি অনুগ্রহ করে ৯ জুন ২০২১ পর্যন্ত বেঁচে থাকেন তাহলে তিনিই হবেন গত ৫০০ বছরের প্রথম শতবর্ষী স্বামী যার স্ত্রী কেবল স্ত্রী নন, রানী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও