![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F34a1ca18-987b-4031-87a1-629ccd32714a%252Feditorial.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কিংবা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে যেকোনো রাষ্ট্রীয় আয়োজন জাতির জন্য আনন্দের বিষয়। দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের উপস্থিতি এ আয়োজনকে আরও মহিমান্বিত করেছে। কিন্তু সুবর্ণজয়ন্তীর সেই মহত্তম ঘটনাটি আর আনন্দময় থাকেনি।
- ট্যাগ:
- মতামত
- মামলা
- ধোঁয়াশা
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী