বিলম্বে চাল আমদানিতে ত্রিমুখী ক্ষতি
গত ২৯ মার্চ দেশ রূপান্তরে লিড নিউজ করা হয়েছে চাল আমদানি নিয়ে; বলা হয়েছে যে, প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে পাঁচ মাস বিলম্বে চাল আমদানি করা হচ্ছে। এটা সত্য হলে প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চয়ই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমার এই নিবন্ধ সেটা নিয়ে নয়, বরং বিলম্বে চাল এলে আমাদের কী কী সমস্যা ও অসুবিধা সৃষ্টি হতে পারে, সেটা নিয়ে। গত ২৯ ডিসেম্বর দেশ রূপান্তরে প্রকাশিত একটি কলামে এ রকম একটা আশঙ্কার ইঙ্গিত দিয়েছিলাম। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সেটা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।