এমন বাংলাদেশ দেখতে হবে কেউ কি ভেবেছিল?
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন বাংলাদেশ দেখতে হবে, তা কেউ কি ভেবেছিল? কোনো মুক্তিযোদ্ধা, একাত্তরের কোনো বুদ্ধিজীবী, এমনকি অতি সাধারণ মানুষ কেউ? মনে হয় না, কেউ ভেবেছিলেন। আবার যে একেবারে ভাবেননি, তাও নয়। স্বাধীনতার পরপরই দুর্দিনের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এক বক্তৃতায় বলেছিলেন, ‘আমরা যদি স্বাধীনতার লক্ষ্যে দেশকে পরিচালিত করতে না পারি, তাহলে একদিন মুক্তিযুদ্ধ করার অপরাধে স্বাধীনতাবিরোধীরা আমাদেরকে খুঁজে খুঁজে ঘর থেকে বের করে নিয়ে হত্যা করবে।’