ভিডিও স্টোরি: ফটোশপের কারসাজিতে বনে যেতেন প্রভাবশালী; বাদ যাননি প্রধানমন্ত্রীও
ইউটিউব
প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ১৮:২০
আপাদমস্তক ভুয়া। নাম তার আশিক চৌধুরী। ফটোশপের কারসাজিতে রাজনৈতিক নেতাদের সাথে ছবি দিয়ে প্রভাবশালী ভাব নিতেন। খোদ প্রধানমন্ত্রীও বাদ যাননি। ওয়েবসাইট খুলে বনে যেতেন কোম্পানির চেয়ারম্যানও। চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিতেন অর্থ। শুধু তাই নয়, উঠতি বয়সী তরুণীদের মডেল বানানোর কথা বলে তাদের সর্বনাশও করেছেন। তবে শেষ রক্ষা হয়নি আশিক চৌধুরীর। নাজমুল সাঈদের রিপোর্টে বিস্তারিত।