কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সরাইলে হাইওয়ে থানায় হামলায় ২ মামলা, আসামি ৮ হাজার

প্রথম আলো সরাইল প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ১৭:০৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিশ্বরোড মোড় খাঁটিহাতা হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে গত রোববার হেফাজতে ইসলামের হরতালের সময় ওই মামলার ঘটনা ঘটে। হাইওয়ে থানার দুই কর্মকর্তা বাদী হয়ে আজ বুধবার সরাইল থানায় একটি ও সদর মডেল থানায় আরেকটি মামলা করেন।


সরাইল থানা ও খাঁটিহাতা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ দুপুর সোয়া ১২টার দিকে খাঁটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট মাইদুল ইসলাম বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা করেছেন। এ ছাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহ মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় আরেকটি মামলা করেন। প্রতিটি মামলায় ৮ জন করে ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। দুই মামলায় আট হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও