![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgaibandha--20210331165544.jpg)
গাইবান্ধায় শিশু হত্যার দায়ে ৫ জনের আমৃত্যু কারাদণ্ড
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটে শিশু আরিফুল হত্যা মামলায় পাঁচজনের আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া এ হত্যা মামলা থেকে দুজনকে খালাস দেয়া হয়েছে। বুধবার (৩১ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।