পাটের জীবনরহস্য, বীজ ও পাটের বিশ্ববাজার
এককালে বিশ্বব্যাপী সমাদৃত সোনালি আঁশ পাটের গৌরবময় অতীত হারিয়ে গেলেও নতুন করে আবার পাটের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। গত ২২ মার্চ দৈনিক দেশ রূপান্তরে ‘কমেছে পাট উৎপাদন হুমকিতে ভবিষ্যৎ’ শিরোনামে প্রকাশিত খবরটি খুবই উদ্বেগের। বাজার অর্থনীতির সূত্রই হচ্ছে, যে পণ্যের দাম উৎপাদক বেশি পাবে, সে পণ্যই বেশি উৎপাদন করবে। কিন্তু পাটের ক্ষেত্রে এ সূত্রের বাস্তবতা ভিন্ন রকম। টানা ক’বছর ধরে পাটচাষিরা যেমন পাটের ন্যায্যমূল্য পেয়েছেন, তেমনি পাট চাষ করে আর্থিকভাবে লাভবানও হয়েছেন। গত মৌসুমে এক মণ পাট ছয়/সাত হাজার টাকায় বিক্রি করেছেন।