মূল্য বৃদ্ধির চাপে হুমকিতে খাদ্য নিরাপত্তা
রমজান সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের বাজারে আগুন দিয়েছে। মানুষের আয় কমেছে, করোনায় সুরক্ষা সামগ্রীসহ জীবন-জীবিকা নির্বাহে ব্যয় বৃদ্ধি নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলেছে। গত আগস্ট মাসে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অব ইকোনমিক মডেলিংয়ের (সানেম) গবেষণায় উঠে এসেছে- করোনাকালে বাংলাদেশের দারিদ্র্যের হার ১৫ বছর আগের অবস্থানে ফিরে যেতে পারে। শুধু তা-ই নয়, দেশের ৪০টি জেলার দারিদ্র্যের হার জাতীয় হারকে ছাড়িয়ে যেতে পারে। বৈশ্বিক মহামারি কম-বেশি সব পেশার মানুষকেই অস্থির করে তুলেছে। এ অবস্থায় সবার প্রত্যাশা ছিল, এবার অন্তত বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সংশ্নিষ্টদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীন হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার।