কোভিড-১৯ চীনের গবেষণাগার থেকে ছড়িয়েছে- এমন অভিযোগ সমূলে নাকচ করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা বলা হয়েছে। ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস গতকাল মঙ্গলবার বলেন, ‘গবেষণাগার থেকে ছড়িয়ে পড়ার তত্ত্ব ন্যূনতম সম্ভাব্য পর্যায়ের একটি।
তবে একে নাকচ করতে হলে বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে।’ ২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম মহামারি আকার ধারণ করা এই করোনাভাইরাস ধরা পড়ে। চীন সরকার বরাবরই গবেষণাগার থেকে ছড়ানোর তত্ত্ব নাকচ করে আসছে।