কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাস্থ্যবিধি মেনে খোলার উপায় সন্ধান জরুরি

বণিক বার্তা মাছুম বিল্লাহ প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ১০:০৪

আগের ঘোষণা অনুযায়ী ৩০ মার্চ খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান ঈদুল ফিতরের পর ২৩ মে শুরু হবে। সে হিসাবে ৪৩০ দিন পর স্কুল-কলেজ ও ৪৩১ দিন পর বিশ্ববিদ্যালয়গুলো খুলতে যাচ্ছে। বাংলাদেশসহ সারা বিশ্বে চলমান কভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। যে কারণে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় নেয়া হয়েছে। কভিড-১৯-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।


চলমান মহামারী নভেল করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এবারের (২০২১) ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা ছিল। তবে তা আর হয়নি। করোনা বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান। এর আগে ২৭ ফেব্রুয়ারি (২০২১) আন্তঃমন্ত্রণালয় সভা শেষে যখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয়া হয়, তখন করোনার নমুনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। কয়েক দিন ধরে প্রতিদিনই শনাক্তের হার বাড়ছে। ২৪ মার্চ এটি ছিল ১২ দশমিক ৯৪ শতাংশ। কভিড-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ ছিল করোনার নমুনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা করার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও