প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়া যুক্তরাজ্য ফেরত দুই প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছে। একইসঙ্গে তাদেরকে গুনতে হয়েছে জরিমানাও। মঙ্গলবার রাতে তাদেরকে জেলে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত প্রবাসীরা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের আবদুল রউফের ছেলে আলম হাসান রউফ (৩৫) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গোদামপুর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে মো. আবদুল নূর (৪২)।