![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-81760827,imgsize-187807/pic.jpg)
CBSE Board Exam 2021: COVID আক্রান্ত ছাত্রছাত্রীদের স্বস্তি, পরীক্ষার দিন পিছিয়ে দিল বোর্ড!
দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণের গ্রাফ। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে গোটা দেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার এরই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। স্বাভাবিকভাবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের। তেমনই সময়মতো পরীক্ষার প্রক্রিয়া শেষ করা ও পরীক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টিও ভাবাচ্ছে বোর্ড কর্তাদের।