ভিডিও স্টোরি: হাবলের মহাকাশ অভিযান
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ১৬:৪৪
একের পর এক বিস্ময়কর তথ্য জানিয়ে চলেছে হাবল টেলিস্কোপ৷ হাবলের তোলা ছবি বিশ্লেষণ করেই জানা গেছে যে বিশ্বব্রহ্মাণ্ড আরো দ্রুত সম্প্রসারিত হয়ে চলেছে৷ মহাকাশের বয়স ১,২০০ থেকে ১,৩০০ কোটি বছর, সেটিও জানা গেছে হাবলের পাঠানো তথ্যে বিশ্লেষণ করেই৷ ভূপৃষ্ঠ থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার ওপরে অবস্থান করে প্রতি দেড় ঘণ্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে হাবল৷