সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে গণতন্ত্রের দাবি মিস গ্র্যান্ড মিয়ানমারের
থাইল্যান্ডে সুন্দরী প্রতিযোগিতার আসর ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এ অংশগ্রহণকারী মিয়ানমারের হান লেই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে স্পটলাইটের নিচে কথা বলার ছোট্ট মুহূর্তটিকে ব্যবহার করলেন নিজের দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক সাহায্য চাইতে।
ব্যাংককে গত ২৭ মার্চ এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়। সেদিন মিয়ানমারজুড়ে নিরাপত্তাবাহিনীর দমন-পীড়নে প্রাণ যায় ১১৪ জন বিক্ষোভকারীর, যা গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান আন্দোলনে একদিনে নিহতের সর্বোচ্চ সংখ্যা।
ইয়াঙ্গন ইউনিভার্সিটির ছাত্রী হান তার বক্তব্য শুরু করেন সেই আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন মিয়ানমারের রাজপথে।