করোনাভাইরাসের প্রকোপ আবার বাড়তে থাকায় সারাদেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার ঢাকায় নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "এখন থেকে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম বাইরে করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে কার্যক্রম পালন করার আহ্বান জানাচ্ছি।"