করোনা আক্রান্ত হয়েও দোল খেললেন অভিনেতা-মডেল মিলিন্দ সোমান।
না, কোনও নিয়মভঙ্গ করেননি মিলিন্দ। সব রকম সবাধানতা মেনে ঘরের ঘেরাটোপে নিভৃতবাসে ছিলেন তিনি। তবে রঙের উৎসবে স্ত্রী অঙ্কিতা কোনওয়ার পৌঁছে গিয়েছিলেন মিলিন্দের কাছে। পিপিই পরে মিলিন্দকে রং লাগিয়েছেন তাঁর স্ত্রী। শুধু তাই নয়, স্বামীর জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন মরসুমের প্রথম আম।