![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgreen-mango-20210330131721.jpg)
বাজারে কাঁচা আম, কেজি ১৮০ টাকা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ১৩:১৭
রাজধানীর বাজারগুলোতে আসতে শুরু করেছে কাঁচা আম। বাজারে নতুন আসা এ মৌসুমী ফলের প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ রয়েছে। ফলে দামও বেশ চড়া। মানভেদে কেজিপ্রতি কাঁচা আম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, রাজধানীর বাজারগুলোতে সাধারণত এপ্রিল মাসের শুরু থেকে কাঁচা আম আসতে শুরু করে। এবার একটু আগে আগেই বাজারে কাঁচা আম চলে এসেছে। এ কারণে অন্যান্য বছরের তুলনায় দামও একটু বেশি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- দরদাম
- কাঁচা আম