নন্দীগ্রামে মহাসংগ্রাম, আজ শুভেন্দুকে নিয়ে শাহের রোড শো

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ১২:৫৮

নন্দীগ্রামে মহাসংগ্রাম। ভোটের আগে আজ শেষবেলার প্রচারে সরগরম নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনাম শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দ্বৈরথ ঘিরে টানটান উত্তেজনা। দুই পক্ষই আজ শেষবেলার প্রচারে ঝড় তুলতে মরিয়া। আজ শুভেন্দুর হয়ে নন্দীগ্রামে রোড শো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। নন্দীগ্রামে শাহী শো ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নন্দীগ্রামের পাশাপাশি ডেবরা ও পাঁশকুড়াতেও আজ রোড শো করবেন মোদী সেনাপতি। পাশাপাশি ডায়মন্ডহারবারে সভাএ করবেন শাহ।

নন্দীগ্রামে অমিত শাহের রোড শো ঘিরে সাজ সাজ রব। শেষ মুহূর্তে শুভেন্দুর প্রচারে শাহের রোড শো ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। বাংলায় প্রথম দফার ভোটের পর রবিবার বাসভবনে সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেছিলেন, 'নন্দীগ্রামে পরিবর্তন হলে বাংলায় পরিবর্তন হবে। বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ব্রহ্মবাক্য নয়।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও