সুরা ইখলাসকে কুরআনের এক তৃতীয়াংশ বলা হয় কেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ১২:৫৩
সুরা ইখলাস তথা ‘কুল হুয়াল্লাহু আহাদ’ মহান আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর পরিচয় বহনকারী সুরা। এ কারণে এটিকে সুরা আত-তাওহিদ হিসেবেও আখ্যায়িত করা হয়। আল্লাহর পরিচয় সমৃদ্ধ ৪ আয়াত বিশিষ্ট সুরাটিকে কুরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে। কিন্তু কেন এ সুরাটিকে কুরআনের তিন ভাগের এক বলা হয়?
সুরা ইখলাস তথা ‘কুল হুয়াল্লাহু আহাদ’ সুরাটিকে কুরআনের তিন ভাগের এক ভাগ বলা সম্পর্কে সুস্পষ্ট একটি বর্ণনা তুলে ধরেছেন প্রখ্যাত ইসলামিক স্কলার ইমাম শাফেঈ রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র আল্লামা আবুল আব্বাস আহমাদ ইবন ওমার ইবন সুরাইজ আশ-শাফেঈ। তাকে একবার প্রশ্ন করা হলো- সুরা ইখলাস তথা ‘কুল হুয়াল্লাহু আহাদ’ কে , কুরআনের এক তৃতীয়াংশ বলা হয় কেন?
- ট্যাগ:
- ইসলাম
- কুরআন
- সুরা ইখলাস