আটকা পড়া জাহাজ মুক্ত, ফের সচল সুয়েজ খাল
মিশরের সুয়েজ খাল আড়াআড়িভাবে বন্ধ করে দিয়ে আটকা পড়া বিশাল কন্টেইনারবাহী জাহাজটিকে মুক্ত করার পর বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথটি ফের সচল হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাত থেকে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযোগকারী খালটিতে জাহাজ চলাচল আবার শুরু হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
২৩ মার্চ সকালে মিশরের স্থানীয় সময় সকালে ৪০০ মিটার দৈর্ঘ্য, ৫৯ মিটার প্রশস্ত ও দুই লাখ ২০ হাজার টন কন্টেইনার বহনের ক্ষমতাসম্পন্ন জাহাজ এভার গিভেন প্রবল বাতাস ও ধুলি ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে সুয়েজ খালের দক্ষিণাংশের সংকীর্ণ একক লেনে আড়াআড়িভাবে আটকে যায়, এতে গুরুত্বপূর্ণ জলপথটিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।