তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে বিপর্যয়ের নেপথ্যে কী?
এক সপ্তাহ আগেই মনে করা হয়েছিল যে, তুরস্ক চলতি বছরের উদীয়মান-বাজারে সাফল্যের গল্পে পরিণত হবে। বিদেশি ব্যবসায়ীরা দেশটিতে নতুন করে বিনিয়োগের কথা ভাবছিলেন। মুদ্রাস্ফীতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংককেও বেশ গুরুত্ব দিতে দেখা গেছে।
তুরস্কের মুদ্রা লিরা মানও অন্য সব দেশের মুদ্রার চেয়ে বেশ এগিয়ে যাচ্ছিল। আগামী এক বছরেই হয়তো শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হতে পারত তুরস্ক। কিন্তু সেই আশায় পানি ঢেলেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
হুট করেই তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নাসি আগবালকে বরখাস্ত করেন এরদোয়ান। তার এমন সিদ্ধান্তে সবাই যেন হতবাক হয়ে পড়েন। গত দুই বছরে তিনজন গভর্নরকে বরখাস্ত করেছেন এই তুর্কি প্রেসিডেন্ট।