কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শহরবাসীকে ক্ষণিকের স্বস্তি দেবে মেঘলা আকাশ

শহরকে খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে মেঘেদের আনাগোনা। তাপমাত্রার খুব বেশি হেরফের না হলেও, জ্বালাপোড়া গরমে অতিষ্ঠ বাঙালিকে ছুটির মরশুম উপভোগ করার সুযোগ দিয়েছে পশ্চিমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। সোমবার শহরের তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি ছিল গতকাল। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল ৭৮ এবং ৬৩ শতাংশ। ঠাণ্ডা হাওয়ায় আমেজ থাকলেও, বৃষ্টিপাত হয়নি। এই সপ্তাহে কেমন থাকবে শহরের তাপমাত্রা? হাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহে আকাশে মেঘেদের আনাগোনা বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

কিন্তু প্রবল দাবদাহের পর আচমকা কেন মেঘেদের আনাগোনা? আবহাওয়াবিদদের দাবি, এর কারণ পশ্চিমি ঝঞ্ঝা। জানা গিয়েছে, বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে আফগানিস্তানের উপরে অবস্থান করছে। আর সেই কারণে দেশজুড়েই ক্ষণিকের এই স্বস্তি। এছাড়াও পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকার উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকার উপরে অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পয়লা এপ্রিল নাগাদ নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ের ওপর আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন