শুরুটা হয়েছিল শচিন টেন্ডুলকারকে দিয়ে। এরপর ইউসুফ পাঠান ও এস বদ্রিনাথের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।
কদিন আগে ভারতের রায়পুরে শেষ হওয়া সাবেকদের টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেন চার জনই। শিরোপা জয়ী ভারত দলের সদস্য ছিলেন তারা।