![](https://media.priyo.com/img/500x/https://gdb.voanews.com/d245ebba-d2b9-4913-a88e-0c107f3ca9d5_w1200_r1.jpg)
সিরিয়ার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেয়া অত্যন্ত জরুরি : যুক্তরাষ্ট্র
গত ১৪ মাসে, জাতিসংঘ চারটি সীমান্ত পারাপারের এলাকার মধ্যে তিনটি হারিয়েছে যা প্রতিবেশী দেশগুলি থেকে সিরিয়ায় মানবিক সহায়তা পাঠাতে ব্যবহৃত হত। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পক্ষে রাশিয়া ও চীন থেকে আপত্তি ও বাধার কারণে, এই সব পারাপারের জন্য অনুমোদন নবায়ন করা হয়নি।
সাহায্য বিতরণের বিষয়ে আসাদ সরকারের যে দাবী ছিল দামেস্ক সীমান্তের সাংঘর্ষিক রেখা দিয়ে্ এনে সব সহায়তা বিতরণ করা হোক তার পরিবর্তে বাব আল-হাওয়া সীমান্ত পারাপার নবায়নে তারা আগ্রহী নয় বলে রাশিয়া ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে । তবে জাতিসংঘ এবং এর সহযোগীরা বলেছে যে অভ্যন্তরীণ সীমান্ত রেখা পর্যাপ্ত নয় এবং এর মানবিক সহায়তা কোথায় যাবে তা ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ করার সুযোগ করে দেয়া হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
যুগান্তর
| গাজা
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে