![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/sergio-aguero-271158.jpg)
ম্যানচেস্টার সিটি ছাড়ছেন সার্জিও অ্যাগুয়েরো
অবশেষে শেষ হতে চলেছে সিটিজেনদের সঙ্গে সার্জিও অ্যাগুয়েরোর সম্পর্ক।
চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আগুয়েরোর। তবে, এ মুহূর্তে আর্জেন্টাইনের সঙ্গে আর চুক্তি বাড়াতে চাচ্ছে না সিটি কর্তৃপক্ষ। তাই, এ মৌসুমের পরই অন্য কোথাও ঠিকানা খুঁজতে হবে আকাশী নীলদের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড করা এ ফরোয়ার্ডকে।