![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ftrain-20210329175139.jpg)
দুই ট্রেনের মাঝে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির
রাজধানীর কারওয়ান বাজার শুঁটকি পট্টি এলাকায় দুই ট্রেনের মাঝে পড়ে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।