রাজপথে জনতার লাশ, রাতে মিয়ানমার জেনারেলদের পার্টি
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে শনিবার শতাধিক মানুষের বেশি মানুষ প্রাণ হারান। ওই ঘটনার পর রাতেই পার্টি দেন দেশটির সামরিক অভুত্থানের নেতা মিন অং হ্লাইং ও তার জেনারেলরা। বিবিসি বলছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাতে সেই বিলাসবহুল পার্টির আয়োজন করা হয়। গত মাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর শনিবারই সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটি। সেদিন মিয়ানমারজুড়ে অন্তত ১১৪ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার নাও।