![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2021/03/godzilla-vs-kong.jpg)
মহামারিতেও বক্স অফিস কাঁপাচ্ছে 'গডজিলা ভার্সেস কং'
চ্যানেল আই
প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ১৩:০৬
২০১৫ সালের অক্টোবর মাসে জানা গিয়েছিল একপর্দায় ধরা দিতে চলেছে কিং কং আর গডজিলা। এরপর ছয় বছরের অপেক্ষা। ২৪ মার্চ মুক্তি পেয়েছে ছবিটি। এখন পর্যন্ত ১২১.৮ মিলিয়ন ডলার আয় করে মহামারিতে মুক্তি পাওয়া সবচেয়ে বেশি আয়কারী ছবির তালিকায় শীর্ষে আছে ‘গডজিলা ভার্সের কং’।
আগামী সপ্তাহের আগে আমেরিকায় মুক্তি পাবে না ছবিটি। তার আগে শুধু চীনেই ছবিটি আয় করেছে ৭০.৩ মিলিয়ন ডলার। ভাল ব্যবসা করেছে মেক্সিকো, অস্ট্রেলিয়া ও রাশিয়ায়।