৮৫% করোনা রোগীদের মধ্যেই ব্রেন ফগ-সহ চার ধরনের স্নায়বিক রোগের আশঙ্কা রয়েছে, বলছে গবেষণা
ভোট মরসুমে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা এসে পৌঁচেছে পশ্চিমবঙ্গেও। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই করোনা সংক্রমণের সূচক ঊর্ধ্বমুখী। গত চব্বিশ ঘণ্টায় গোটা দেশে প্রায় ৬২ হাজার ব্যক্তি নতুন করে সংক্রমিত হয়েছেন। যা নিয়ে কপালে ভাজ পড়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
স্বাস্থ্য মন্ত্রকের দাবি, দেশের ৯০ শতাংশ মানুষ এই মারণ রোগ সম্পর্কে অবগত হলেও, মাত্র ৪৪ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করেন। যা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এক জন সংক্রমিত ব্যক্তি পিছু অন্তত ত্রিশ জন ব্যক্তিকে পরীক্ষা করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যকর্তারা।