![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F800x449x1%2Fuploads%2Fmedia%2F2021%2F03%2F29%2Fa28cc4634fb3fcd687edebc7aecf1d34-60613e0be6df5.jpeg%3Fjadewits_media_id%3D719600)
বালিশ মিষ্টির পিস ১৫০০ টাকা!
ফরিদপুরের বোয়ালমারীর কাটাগড় মেলার এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে বালিশ মিষ্টি। যার বড় সাইজের এক পিসের দাম ১৫০০ টাকা। ছোট সাইজের প্রতিপিচের দাম ২০০-৪০০ টাকা। দাম যাইহোক বালিশ মিষ্টি আগতদের বিশেষভাবে মন কেড়েছে। কেউ পরিবার, বন্ধু-স্বজন নিয়ে দোকানে বসে খাচ্ছেন, আবার অনেকেই নিয়ে যাচ্ছেন বাড়িতে।
জানা গেছে, মেলায় শতাধিক মিষ্টির দোকান বসেছে। যারা এসেছে দেশের বিভিন্ন স্থান থেকে। দক্ষিণবঙ্গের অন্যতম এই মেলা আনুষ্ঠানিকভাবে তিন দিন হলেও মেলা চলে মাসব্যাপী।
- ট্যাগ:
- জটিল
- মেলা
- মিষ্টির দোকান
- বালিশ মিষ্টি
- মিষ্টির দাম