![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/03/28/185229_bangladesh_pratidin_basalt-pic.jpg)
সমুদ্রের তলদেশে ৫০ লাখ বছরের পুরনো পাথর আবিষ্কার
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ১৮:৫২
নতুন ধরনের একটি ব্যাসল্ট শিলার খোঁজ পেলেন বিজ্ঞানীরা। জানা গেছে, প্রশান্ত মহাসাগরে কাজ চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। সেই সময়েই একটি পাথর সমুদ্রের তলা থেকে তাদের কাছে আসে। সেই পাথর থেকে তারা দেখেন ওটি একটি ব্যাসল্ট শিলা কিন্তু সেটি একদমই নতুন ধরনের শিলা। এটি তৈরি হয়েছে ম্যাগমার দ্রুত গতিতে ঠাণ্ডা হওয়ার ফলে। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও লোহা আছে বলে জানা গেছে। বয়স আনুমানিক ৫০ লাখ বছর।