![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/jomodin-270960.jpg)
গাছে হাত-পা বেঁধে মাথায় ডিম ভেঙে জন্মদিন পালন
গাছের সঙ্গে কিশোরের হাত-পা বেঁধে কোমরে রশি পেঁচিয়ে মাথায় ডিম ভেঙে ও ময়লা ছিটিয়ে অদ্ভুত এক জন্মদিন উদযাপন করছে নাটোরের একদল শিক্ষার্থী। রোববার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রোববার সকাল ১০ টার দিকে নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আরাফাত হোসেনের জন্মদিন পালন করতে একই শ্রেণির অপর ৬ বন্ধু তাকে উপজেলা চত্বরের সামনে একটি গাছের সাথে তাকে বাঁধে। এ সময় আরাফাতের সমস্ত শরীরে ময়দা, ডিম, রং ও ময়লা মাখিয়ে ব্যতিক্রমী জন্মদিন পালন করে ৬ বন্ধু হৃদয়, শাকিল, ইরান, সোহান, মাহিন ও সিহাব।