১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের যতখানি উজ্জ্বল অভ্যুদয় ঘটেছিল, পরবর্তী সময়ে জাতীয় ও আন্তর্জাতিক নানা কারণেই সেই ঔজ্জ্বল্য চেষ্টা করেও বাংলাদেশ আর ধরে রাখতে পারেনি। পাঠক হয়তো এই বাক্যটি পড়েই ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর শাসনামলের নানা বিভ্রান্তি, মিথ, গল্প বা গত ৫০ বছর ধরে আমাদের মগজে ঢুকানো নানাবিধ গুজব কল্পনা করতে শুরু করবেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাকে যদি কেউ প্রশ্ন করেন, পঞ্চাশ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা কী, তাহলে আমার উত্তর হবে— ৫০ বছরেও বঙ্গবন্ধুর শাসনামলকে আমরা সত্য ইতিহাসের নিরিখে বিচার করতে পারিনি। অর্থনৈতিক বাস্তবতা ও সমীক্ষা, যুদ্ধোত্তর একটি রাষ্ট্রের টিকে থাকার সংগ্রাম, জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি ও তৎকালীন জনমনস্তত্ত্ব ইত্যাদি সূচকের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে গবেষণা করতে পারিনি। হাতে গোনা কিছু কাজ হয়েছে বৈকি, কিন্তু সেগুলো হয় অপ্রতুল না হয় সাম্প্রতিক; অথচ রাজ্যের মিথ্যাচার রচনা করা হয়েছে বঙ্গবন্ধুর শাসনামলকে নিয়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.