জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হেফাজত আমির
হরতালসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার (২৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় এ সংবাদ সম্মেলন হবে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী।
গত শুক্রবার (২৬ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কয়েকজন কর্মী নিহত হওয়ার ঘটনায় রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল হেফাজত ইসলাম।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে