বইমেলা, বাঙালির চেতনা ও আবেগ
অনেক প্রতীক্ষার পর শুরু হয়েছে অমর একুশে বইমেলা। করোনা মহামারির কারণে ফেব্রুয়ারির মেলা গড়িয়েছে মার্চে। তবে লোকজনের উৎসাহের কোনো কমতি নেই। ১৮ মার্চ শুরু হওয়া বইমেলার প্রথম দিনেই ছিল ক্রেতা-দর্শকের ভিড়।
নানা প্রতিকূলতার পরও মেলা জমবে-এমনটি বলা যায় নিশ্চিত করেই। এ বছর এমন একটি সময়ে বইমেলা হচ্ছে, যখন মুজিববর্ষ চলছে। স্বাধীনতারও সুবর্ণজয়ন্তী। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে দেশ-বিদেশের বরেণ্য অতিথিরা এসেছেন বাংলাদেশ সফরে। ফলে মেলা আলাদা একটি মাত্রা পেয়েছে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মেলায় যেতে হবে। বিশেষ করে মাস্ক পরা অত্যাবশ্যক।
- ট্যাগ:
- মতামত
- একুশে বইমেলা
- আবেগ