তোমরা যারা মেডিকেলে ভর্তির প্রস্তুতি নিচ্ছ
প্রথম আলো
প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ১৩:০৬
সপ্তম শ্রেণিতে আমি চলে যাই ক্যাডেট কলেজে। তখন থেকে খাকি পোশাক হয়ে গিয়েছিল নিত্যসঙ্গী। ক্যাডেট কলেজের ওই পোশাক পরার স্বপ্ন দেখা শুরু করেছি যখন, তারও আগে থেকে স্বপ্ন ছিল—একদিন মেডিকেলের সাদা অ্যাপ্রোন পরব।
২০১৯ সালে সেই স্বপ্নপূরণ হয়। ভর্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম হয়ে আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাই। মেডিকেল কলেজের শিক্ষার্থী হিসেবে শুরুটা ছিল বেশ রোমাঞ্চকর। নবীনবরণ অনুষ্ঠানে আমাদের শপথবাক্য পাঠ করানো হয়। শপথের দুটি অংশ আমার খুব ভালো লেগেছিল। একটি হলো, মানবকল্যাণে চিকিৎসাবিজ্ঞানের সর্বোচ্চ ও সেরা প্রয়োগের নির্দেশনা।