রংপুর নগরীতে ঢিলেঢালাভাবে চলছে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। রোববার (২৮ মার্চ) সকাল থেকেই দোকানপাট ও অফিস আদালত খুলেছে। আন্তঃজেলা বাসসহ সড়ক-মহাসড়কে স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল। বেলা ১১টা পর্যন্ত হরতালের সমর্থনে বা হরতালবিরোধী কাউকে দেখা যায়নি।
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। সম্মিলিত কওমি মাদরাসা পরিষদের রংপুর জেলা সভাপতি হেফাজত ইসলামের নেতা হাফেজ ইদ্রীস আলী জানান, হরতালের সমর্থনে শনিবার (২৭ মার্চ) বিকেলে নগরীতে বিক্ষোভ করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.