কানাডায় মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

জাগো নিউজ ২৪ কানাডা প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ১১:২৪

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কানাডায় অবস্থানরত মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘উদীচী কানাডা’র বিশেষ আয়োজন মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ পর্ব-১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) কানাডার টরন্টোর স্থানীয় সময় বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। উদীচী কানাডার সাংগঠনিক সম্পাদক ওমর হায়াত ও সহ-সভাপতি হাসমতারা চৌধুরীর সঞ্চালনায় এক ভার্চুয়াল আলোচনা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হুমায়ুন কবির চৌধুরী, বীর প্রতীক, মুক্তিযোদ্ধা মেজর দিদার আতাওয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মেজর সুরঞ্জন দাশ, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেব, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব, মুক্তিযোদ্ধা শাহেদ বখত ময়নু, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাসুক মিয়া, মুক্তিযোদ্ধা আজিজুল মালিক ও মুক্তিযুদ্ধের অন্যতম গবেষক তাজুল মোহাম্মদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে