![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2021/03/28/image-232645-1616896355.jpg)
সিলেটে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাও ইউনিয়নের খাসমৌজায় ২ দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ঘোড়া দৌড়কে কেন্দ্র করে এলাকায় ছিল ভিন্ন রকমের উৎসবের আমেজ দেখা যায়। প্রায় ৩০ বছর ধরে সিলেট গোয়াইনঘাট উপজেলায় বিশেষ করে আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন মাঠে এ ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়ে আসছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৩টায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা আলীরগাঁও ইউনিয়নের খাস মৌজা মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। স্থানীয় সূত্রে যানা যায়, আলীরগাঁও ইউনিয়নের গ্রামীণ এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন উপজেলার ৩৯টি ঘোড়া অংশগ্রহণ করে।