‘তিস্তার বিষয়ে স্পষ্ট কোনও আশ্বাস দেননি মোদি’
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ২৩:২৮
ভারত তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে গত ১১ বছর ধরে ইতিবাচক মনোভাব পোষণ করলেও এবারের সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নিয়ে বড় কোনও আশ্বাস দেননি।
শনিবার (২৭ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তার বিষয়টি উত্থাপন করেছেন, তবে তিনি (নরেন্দ্র মোদি) এটার বিষয়ে খুব একটা উত্তর দেননি। তিনি বলেছেন, তারা অঙ্গীকারাবদ্ধ। তবে কবে, কোথায় এটি হবে, সে বিষয়ে মোদি স্পষ্ট করে কিছুই বলেননি।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে