ভোটের দিনে আরও বাড়বে 'উত্তাপ', বজায় থাকবে অস্বস্তি
ঝরবে না ঘাম, কিন্তু শুষ্ক গরম আর চড়তে থাকা তাপমাত্রার পারদ বাড়াবে অস্বস্তি। শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বার হওয়ার পরামর্শও দিয়েছেন আবহাওয়াবিদরা। আজ রাজ্যে প্রথম দফার নির্বাচন। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর এই পাঁচ জেলায় ভোট। শনিবার এই জেলাগুলি সহ গাঙ্গেয় পশ্চিমের বেশিরভাগ জেলার তাপমাত্রা একধাক্কায় বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।