সৌদি আরবের রিয়াদে গণহত্যা দিবস পালিত

চ্যানেল আই সৌদি আরব প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ১৬:৪৬

সৌদি আরবের রিয়াদে গণহত্যা দিবস পালিত প্রবাস - এম ওয়াই আলাউদ্দীন ২৬ মার্চ, ২০২১ ১৬:৪৬ সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় গতকাল গণহত্যা দিবস পালন করা হয়েছে। সন্ধ্যায় দূতাবাস চত্বরে এ উপলক্ষে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানের হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত ভয়াবহ গণহত্যাকে স্মরণ করে কয়েকশ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ সময় মোমবাতি প্রজ্জ্বলন করেন। দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীগণ মোমবাতি প্রজ্জ্বলন করে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ২৫ মার্চ কালরাতে নিহত সকল বীর শহীদদের। এ সময় সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে