You have reached your daily news limit

Please log in to continue


‘মঙ্গল করিবার স্বাধীনতাই স্বাধীনতা’

১৩১১ বঙ্গাব্দের আশ্বিন মাসে রবীন্দ্রনাথ তাঁর ‘আত্মশক্তি’ গ্রন্থের সমাজ ও জীবনবীক্ষণ প্রধান ‘স্বদেশী সমাজ প্রবন্ধের পরিশিষ্টে’ এক দূরদর্শী মন্তব্য করেছিলেন : ‘মঙ্গল করিবার স্বাধীনতাই স্বাধীনতা’—এ সত্য মানতেই হবে ১১৭ বছর পরেও আজও তা অপ্রাসঙ্গিক হয়নি। যদিও সাদা ও বাদামি চামড়ার শোষকরা লেজ গুটাতে বাধ্য হয়েছে অর্ধশতাব্দী কাল আগে। সভ্যতার সূচনাকাল থেকে নানা কিসিমের শাসনব্যবস্থার পর গণতান্ত্রিকব্যবস্থা থিতু হয়েছে অনেকটা। এখানেও স্বস্তির অভাব লক্ষ করে তিনি একই গ্রন্থের ‘সফলতার সদুপায়’ প্রবন্ধে বলেছিলেন : ‘লোভ যখন বেশি হয় তখন দেখিবার শক্তি আরো কমিয়া যায়।’ লোভ ষড়রিপুর অন্যতম। একে দমন করার শক্তি খুব বেশি মানুষের নেই। যাদের আছে, তাদের আমরা বিশেষভাবে চিহ্নিত করি। ভূয়োদর্শন বলে রাজনীতিতে ও শিক্ষকতায় তাদেরই আসা উচিত। বাস্তবে দেখছি, ব্যতিক্রম ছাড়া, বিপরীতমুখী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন