কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা

জাগো নিউজ ২৪ ড. মিল্টন বিশ্বাস প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ১০:৩৮

১৯৭৫ সালের ২৬শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘বাংলাদেশ দুনিয়ায় এসেছে, বাংলাদেশ থাকবে, কেউ একে ধ্বংস করতে পারবে না।’ ৪৬ বছর পর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২৪ মার্চ (২০২১)প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।’ অর্থাৎ বঙ্গবন্ধুর প্রত্যাশা পূরণ করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন শেখ হাসিনা।আর এজন্যই উৎসবে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দিনে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বনেতৃবৃন্দ এদেশের অগ্রগতি নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন।তাঁরা সকলেই একসাথে কাজ করে চলমান করোনা মহামারি পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন। এছাড়া শেখ হাসিনা সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মনে করেন সকলেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও