সৌদিতে তেলের টার্মিনালে ড্রোন হানা, আগুন
দক্ষিণ সৌদি আরবের তেলের টার্মিনালে বিস্ফোরক ভর্তি ড্রোন হানা। তারপরই সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছে সরকার। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জিহানে পেট্রোলিয়াম পদার্থ বিতরণের টার্মিনালে আক্রমণ করা হয়েছে। তার ফলে টার্মিনালের একটি ট্যাঙ্কে আগুন ধরে যায়। তবে কেউ হতাহত হননি।
এই বিবৃতিতে অবশ্য জানানো হয়নি যে, আক্রমণের পিছনে কারা আছে। তবে এই আক্রমণ করা হয়েছে ইয়েমেনে সৌদির নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপের ষষ্ঠ বার্ষিকীর ঠিক আগে। সম্প্রতি হুতি বিদ্রোহীরা সৌদি আরবে বেশ কয়েকবার ড্রোন হানা চালিয়েছে। তারা সৌদির তেলের টার্মিনালেও আক্রমণ করার চেষ্টা করেছে। তারা ইয়েমেনের মারিব শহরও সৌদির নেতৃত্বাধীন জোট সরকারের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে। এখানে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে