কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শুরু হোক আজ নতুন পথচলার ইতিহাস যার ভিত্তিও একাত্তরই

জাগো নিউজ ২৪ মাসুদা ভাট্টি প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ০৯:৪৮

প্রতিটি ভাষার লেখক সে জাতির শ্রেষ্ঠ ঘটনা নিয়ে তার শ্রেষ্ঠ লেখাটি লেখার চেষ্টা করেন। গবেষক হলে গবেষণা করেন, ঔপন্যাসিক হলে সেই ঘটনার ওপর ভিত্তি করে উপন্যাস লেখেন কিংবা এক বা একাধিক গল্প লেখেন, রচনা করেন সঙ্গীত, নাটক কিংবা আখ্যান। বাঙালি জাতির জ্ঞাত ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনার ক্রমবিন্যাশ করলে সবার আগে উঠে আসবে ১৯৭১ সাল, বাঙালির মুক্তিযুদ্ধ, বাঙালির স্বাধীন অস্তিত্ব লাভের কাল, একটি জাতি হিসেবে পৃথিবীর ইতিহাসে নাম লেখানোর বছর। দীর্ঘ পরাধীনতার নিকষ অন্ধকার যখন আমাদের বুকের ওপর জেঁকে বসেছিল তখন সাধারণ বাঙালি-উচ্চতার চেয়ে উচ্চতর এক বাঙালি পুরুষ তার শালপ্রাংশু দেহ নিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন, দিয়েছিলেন নেতৃত্ব, স্বাধীনতা যুদ্ধের। তখনও যাদের জন্ম হয়নি তারা কেউই এ দৃশ্য কল্পনা করে উঠতে পারি না ঠিক, একটি আঙুল তুলে সাতকোটি বাঙালিরে কী করে তিনি জাগালেন? কী করে পারলেন তিনি গরিষ্ঠ সংখ্যক বাঙালিরে মুক্তির সোপানতলে এনে দাঁড় করাতে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও