বোয়ালমারীতে বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ওই কিশোরীর মা বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর এলাকার ১৫ বছরের শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরী গত ২৩ মার্চ সকাল ১০টার দিকে কালিয়ান্ড বাজারে যাচ্ছিলেন। ওই কিশোরী আলেক মিয়ার বাড়ির কাছে পৌঁছালে, আলেক মিয়া জোর করে তার ঘরে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করা হয় কিশোরীকে।