You have reached your daily news limit

Please log in to continue


উদ্বোধনের অপেক্ষায় পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট পায়রা বিদ্যুৎ কেন্দ্র

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় নির্মিত এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধনের অপেক্ষায় আছে। যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানকার উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এ তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরুর চার বছরের মধ্যেই গত বছরের ১৫ মে থেকে জাতীয় গ্রিডে প্রথম ইউনিট দিয়ে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আসছে। আর দ্বিতীয় ইউনিট উৎপাদন শুরু করে ২০২০ সালের ৮ ডিসেম্বর। এখন পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কেন্দ্রটি বর্তমানে পরীক্ষামূলকভাবে একহাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ বিদ্যুৎ উৎপাদনে দৈনিক ১৩ হাজার টন কয়লা ব্যবহৃত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পরে গঠিত হয় বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন